Answered 3 years ago
পারবেন অবশ্যই। এজন্য একটা খুবই জনপ্রিয় ওয়েবসাইট আছে যার নাম pcpartpicker
এজন্য আপনাকে প্রথমে একটা Barebone Laptop কিনতে হবে। এরপর এর পার্টসগুলি আপগ্রেড করতে হবে। এ নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আছে। তবে আপনাকে আগে ভালভাবে study করতে হবে এবং পুরনো ল্যাপটপ থাকলে সেটা খুলে বিভিন্ন পার্টস সম্পর্কে ধারণা নিতে হবে।
আমার ল্যাপটপে কয়েকদিন ধরে পাওয়ার জ্যাকে সমস্যা দিচ্ছিল। আমি সেটা খুলে গবেষণা করে বুঝতে পারলাম সমস্যা কোথায়। একটা সোল্ডারিং এর Iron নিয়ে বাসায় বসে বসেই ঠিক করে ফেললাম। মজা না !!!!!!
nahemakhatun publisher