হলমার্ক ও KDM সোনার মধ্যে পার্থক্য কী?

1 Answers   7.9 K

Answered 3 years ago

সোনার ক্ষেত্রে হলমার্ক হচ্ছে, সরকারীভাবে স্বীকৃত সোনার গুণগত মান। ভারতে, Bureau of Indian Standard (BIS) থেকেই হলমার্কের প্রমাণপত্র দেয়া হয়।


KDM হচ্ছে সোনার সাথে মিশ্রিত Cadmium ধাতু। এর অনুপাত ৯২:৮ অর্থাৎ, সোনা ৯২% cadmium ৮%।


KDM সোনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, cadmium ধাতুর জন্য সোনার কারিগর তথা ব্যবহারকারীদের ক্ষেত্রে স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা লক্ষ্য করা গেছে এবং এটাকে serious health hazards হিসাবে বিবেচনা করা হয়েছে।


ফলে, KDM gold এর উপর নিষেধাজ্ঞা রয়েছে।


Sheza Khan
shezakhan
552 Points

Popular Questions