Answered 3 years ago
আপনি প্রশ্নের উত্তর আমার কাছে জানতে চেয়েছেন ধন্যবাদ স্যার আপনাকে। ১) আমার ব্যাংক একাউন্ট ছিল কিন্তু হাতে নগদ ৫০০ বা ১০০০ টাকার নোটও ছিল না।
২) আমার বাড়ির কেউ টাকা নিয়ে ব্যাংকের লাইনে দাড়ায়নি।
২০০৯ এর সুন্দরবন এলাকায় যে "আয়লা" জড় হয়। সেই ঝড়ে নিজের ভিটেমাটিও নদীতে চলে যায়। গ্রামে খাওয়ার অভাব হয় না তাই যে কোনো বাড়িতে খেয়ে নিয়ে জীবন চালাচ্ছিলাম। ২০১৫ তে কলকাতা আসি এবং একটা এক্সপোর্ট কোম্পানিতে থাকা খাওয়া সহ কিছু হাতখরচ পেয়ে থাকছিলাম। ২০১৮ তে who-এর একটা সহযোগী সংস্থার হয়ে TB রোগ নিরাময় নিয়ে কলকাতায় কাজ করছিলাম একটা মুসলিম অধ্যুসিত এলাকায়। নোট বাতিলের সময় ব্যাংকের লাইনে দাড়ানোর প্রস্তাব পেয়েছিলাম কিন্তু দাড়াইনি। দাড়ালে সেই সময় ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থা ঘুরে যেত অথব একাউন্টে পঞ্চাশ থেকে একলাখ টাকা কমিশন বাবদ রয়ে যেতো। কিন্তু সরকার যে মহৎ উদ্দেশ্য নিয়ে এই কাজ করতে চেয়েছিল সেটা আমি জানতাম তাই নিজের একাউন্ট নিয়ে লাইনে দাড় হয়নি।
আমার গ্রামের বা অঞ্চলের কুড়ি শতাংশ লোক লাইনে দাড়িয়েছিল কিনা সে বিষয়ে সন্দেহ আছে। আর সেই সময় ব্যাংক একাউন্ট হোল্ডার ভারতের কত শতাংশ লোক সেটা দেখে নিলে বোঝা যাবে কত শতাংশ লোক ব্যাঙ্কের লাইনে দাড়িয়ে ছিল এবং কত শতাংশ লোক দাড়ায়নি এবং কত শতাংশ লোকের সময় অপচয় এবং কমিশন বাবদ ক্ষতি হয়েছে এবং কত শতাংশ লোক কিছু শতাংশ লাভ করেছে।
আমি জানি আপনার প্রশ্ন এটা নয়। কারণ ভারতের অধিকাংশ লোকের যেহেতু ব্যাংক একাউন্ট ছিল না সুতরাং অধিকাংশ লোক লাইনে দাড়ায়নি। এবং কিছু লোক তো পরিবর্তন করে দিতেও লাইনে দাড়িয়েছিল বলে মনে হয়।
একজন মধ্যবর্তী পরিবারে কতটাকা নগদ থাকতে পারে বাড়িতে এবং সেটা জমাদিতে কতবার লাইনে দাঁড় হতে হয় সেটা আমার জানা নেই কারণ আমি নিম্নবিত্ত শুধু নয় ক্লাইমেট উদ্বাস্তু এবং পো ঠাকুর দা বাংলাদেশি উদবাস্তু। সুতরাং নগদ টাকা রাখার মতো সময় পাচ্ছি না বংশ পরস্পরায়। তাই এসব প্রশ্নের উত্তর দিতে অক্ষমতা প্রকাশ করে নিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি।
Jamal Ahsan publisher