স্যালারি শব্দের উৎপত্তি হল কিভাবে ?

1 Answers   11.8 K

Answered 2 years ago

স্যালারি (Salary) শব্দটি মূলত ল্যাটিন স্যালারিয়াম (Salarium) থেকে এসেছে। এর ইংরেজি প্রতিশব্দ Salt বাংলায় আমরা যাকে লবণ বলি। প্রাচীন রোমান সাম্রাজ্যে লবণ ছিল অনেক দামী। একজন রোমান সৈন্য লবণ কেনা বাবদ যে অর্থ পেত, তাই তার বেতন বা স্যালারি হিসাবে গণ্য হত। বিঃ দ্রঃ এ ব্যাপারে আমি কোন রেফারেন্স দিতে পারবো না। আমি কোন একটা ডকুমেন্টারিতে পেয়েছিলাম বিষয়টা। ব্যাপারটা মজার লেগেছিল অনেক, তাই মনে রয়ে গেছে।
Abu Huraira
abuhuraira
267 Points

Popular Questions