Answered 2 years ago
মাত্র পাঁচটি ইংরাজী শব্দ লাগবে।* এস>যথাসম্ভব নীরবতা বা মৌনতা পালন করতে হবে। *এম>মেডিটেশন বিষয়ে ধ্যানধারণা থাকতে হবে এবং নিয়মিত অনুশীলন করতে হবে।*এ>প্রেম পূজা প্রকৃতি, কিম্বা সুন্দর সফল সম্মানিত অথবা তক্তি-শক্তি-ভক্তি বিষয়ক প্রার্থনা করতে হবে।*আর>মত ও পথ নিয়ে মতান্তর বা দ্বন্দ্ব থাকলেও নিজস্ব-পথে আস্থা রাখতে হবে।*টি>সময় জ্ঞান। কমপক্ষে আরো ছ'"টি" জানতে হবে।কৌশল যথাযথ বা খাপে খাপ হবে।মাটি কামড়ে লড়াই করার জন্য ধৈর্য্য এবং সহ্য ক্ষমতা থাকতে হবে।টেষ্ট বা রুচি-বোধ। কাল-জ্ঞান(অতীত,বর্তমান ও ভবিষ্যৎ কাল)থাকতে হবে।টেকনিক বা পদ্ধতিগত জানতে হবে।
afiaislam publisher