স্মার্ট বাংলাদেশ, স্মার্ট পুলিশ কথাগুলো সরকারের নীতি নির্ধারকরা বহুল ব্যবহার করছে। আপনি কখন একটা দেশকে স্মার্ট বলবেন? স্মার্ট পুলিশ কি ঘুষ খেতে পারবে?

1 Answers   6.3 K

Answered 2 years ago

স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা করা হচ্ছে। আপনার কিছু করতে হলে আগে তা এজেন্ডায় নিতে হবে। পরে আপনি তা বাস্তবায়ন করবেন। তাহলে প্রশ্নটা আপনার কাছেই করি- আপনি কি চান না বাংলাদেশ একটি স্মার্ট দেশে হোক!! তাহলে স্মার্ট বাংলাদেশ নামের যে এজেন্ডা হাতে নেয়া হল সেটিকে বাহুল্য হিসেবে কেন প্রমাণ করার চেষ্টা করছেন। আগে বাস্তবায়নটা দেখুন, তারপরে ভাল-মন্দ বিচার করুন।
Belal Uddin
belaluddin
391 Points

Popular Questions