Answered 3 years ago
স্মার্টফোনের জগতে স্থায়িত্তের কথা বললে সবার আগে অ্যাপল আইফোন এর নাম আসবে কারণ তারা সক্রিয়ভাবে তাদের ফোনগুলোতে আপডেট দেওয়ার সুযোগ রাখে এবং আপনাকে নতুন সব সফটওয়্যার অপটিমাইজড অবস্থায় ব্যাবহার করার সুযোগ দেয়।এতে করে ফোন কেনার ৩ বছর পরেও যদি কোনো অ্যাপস ডাউনলোড করেন তখন তার সাথে ফোন কমপ্যাটিবল থাকে।এবার হার্ডওয়্যারের কথা বললেও অ্যাপল আইফোন তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে।তাদের আজ থেকে ৪ বছর আগে বের হওয়া আইফোন ৭ আইপি ৬৭ রেটিং ওয়াটারপ্রুফ ।তবে এর বাইরে স্যামসাং ও মটোরোলা ও ভালো করছে হার্ডওয়্যারের দিকে
renukarenu publisher