Answered 3 years ago
বাটন ফোনের সকল ওয়েবসাইট ঢোকা যায় না বললে ভুল হবে। কারণ, সব বাটন ফোন তো আর একরকম নয়। আমার কাছে নকিয়ার একটি বাটন ফোন আছে সেটা দিয়ে সব ওয়েবসাইটে প্রবেশ করা যায়। সেটের রম ৫১২mb। জাভা ভার্শন সাপোর্ট করে।
এবার আসা যাক আপনার মূল প্রশ্নের উত্তর, যেসকল কারনে বাটন ফোনে সকল ওয়েবসাইটে প্রবেশ করা যায় না:
নিম্নমানের ওয়েব ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করা।
ফোনের রম কম থাকায়।
কিছু কিছু ওয়েবসাইটের কাঠামো গুলো অনেক ভারী হয় যার ফলে বাটন ফোন তো দূরের কথা এন্ড্রয়েড ফোনে ওয়েবসাইট পেজটি ওপেন হতে খানিকটা সময় নেয়।
আমার মতে এগুলোই। সবথেকে বড় কথা হচ্ছে বাটন ফোন ওয়েবসাইট ব্রাউজ করার কথা চিন্তা করে বানানো হয়নি, কম্পানি কেবলই নামমাত্র ইন্টারনেট ব্রাউজার দিয়ে থাকে।
ritakhatun publisher