স্বামী-স্ত্রীর বয়সের পার্থক্য ১২ বছর কি স্বাভাবিক?
0
0
1 Answers
14.3 K
0
Answered
2 years ago
এটা আসলে নির্ভর করে উভয়ের শারীরিক ফিটনেস তথা সুস্বাস্থ্য এবং মানসিক ভারসাম্যের উপর। একে অপরকে মানিয়ে নেওয়ার মধ্যে অনেক কিছু নির্ভর করে। পার্থক্য 4/5 হলো কিন্তু কেউ কাউকে মানিয়ে নিতে পারেনা। গন্ডোগোল অবশ্যম্ভারী। আবার পার্থক্য ১২ বা ১৫ হল কিন্তু একে অপরের শারীরিক মানসিক চাহিদা পূরণে সক্ষম, দিব্যি সুখের সংসার বহাল থাকবে। একে অপরের শারীরিক মানসিক চাহিদা বোঝা এবং তা পূরণ করাই হলো সুখের মূল চাবিকাঠি। তবে ধৈর্য এবং ত্যাগ স্বীকার সেটা উভয়ের মধ্যে অবশ্যই থাকতে হবে। তবেই না সংসার সুখের হবে।
rabbyhasan69 publisher