স্বামীর বয়স ২৮। স্ত্রীর বয়স ২০। এটা কি বিয়ের জন্য আদর্শ বয়স?

1 Answers   12 K

Answered 2 years ago

জি আমার মতে এটাই আদর্শ বয়স।।
একজন ছেলের অনার্স শেষ করে চাকরিতে প্রবেশ করতে ২৮ বছর বয়স, কোন ব্যাপার না।। আর ২০ বছরের একটা মেয়ে মানে ইন্টার পাশের সমান বয়স। অতএব একজন ইন্টার পাশের মেয়ে একজন অনার্স পাস করা ছেলেকে বিয়ে করতে পারে এটাই স্বাভাবিক।
কারো কারো ক্ষেত্রে আবার চাকরিতে প্রবেশ করতে ৩০-৩২ বছর লেগে যায় তারপর সেও কিন্তু ইন্টার পাশ অথবা অনার্স প্রথম বর্ষের মেয়েকে বিয়ে করে এরকম আশেপাশে অহরহ দেখতে পাওয়া যায়।।
অতএব সবশেষে একটাই কথা, স্বামীর বয়স ২৮ স্ত্রীর বয়স ২০ এটা তেমন বড় একটা তফাৎ না। দুজন দুজনের প্রতি '' শ্রদ্ধা, সম্মান সাথে ভালোবাসা'' থাকলে অনায়াসেই একটা সুন্দর সংসার গঠন সম্ভব।।
আশা করি অল্প কথার মাধ্যমে বোঝাতে পেরেছি
ধন্যবাদ…..

Ahmed Shopno
ahmedsopno
412 Points

Popular Questions