স্বামীকে কী করলে খুশি রাখা যায়?

1 Answers   11.5 K

Answered 2 years ago

আপনি যদি মুসলিম হয়ে থাকেন ।

    আপনি ইসলাম মেনে চলুন ।
    কোনো অন্যায় কাজ করবেন না।
    বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না।
    গোপনীয় কথা কাউকে বলবেন না।
    সময় মতো খাবার খেতে দিবেন।
    কাজে যাওয়ার সময় কাপড় গুছিয়ে দিবেন।
    স্বামী ইসলাম বিরুধি কাজ করলে সরণ করিয়ে দিবেন।
    আপনাকে কোনো ইসলাম বিরুধী কাজ করতে বললে আপনি করবেন না।
    কাজ থেকে ফিরলে আগে সালাম দিবেন।
    উত্তেজনা দিয়ে খুশি রাখার চেয়ে মানসিক ভাবে প্রশান্তি দিয়ে খুশি রাখবেন।

আপনার জীবন সুন্দর হোক এই কামনা করবেন আল্লাহর কাছে।

আপনার জান্নাত হারাম হয়ে যাবে যদি আপনার স্বামী আপনার প্রতি অসন্তুষ্ট থাকে।

অতীতের ভুলের জন্য আপনার স্বামীর কাছ থেকে ক্ষমা চান।

আল্লাহ আপনার সহায় হন। আমিন

Zahir Ahmed
zahirahmed
335 Points

Popular Questions