স্নাতক সম্মান বলা হয় কেন?

1 Answers   8.5 K

Answered 3 years ago

স্নাতক উপাধি দুই ধরনের হয়ে থাকে 

স্নাতক (সম্মান)

স্নাতক (সাধারণ - পাস কোর্স)

সম্মান (Honours) কথাটির দ্বারা সাধারণ (বা পাস কোর্সের) সাথে পার্থক্য নির্দেশ করে।

সাধারণ স্নাতক কোর্সে - বেশ কয়েকটি বিষয়ে প্রায় সমান সমান সিলেবাস থাকে।

সম্মানসহ স্নাতক কোর্সে - একটি প্রধান বিষয় থাকে। আর সেই বিষয়ের সিলেবাস হয় বেশ বিস্তৃত।

অবশ্য, বিভিন্ন ডিগ্রি এবং শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে সম্মান উপাধির বিভিন্ন অর্থ হতে পারে

Mimi Islam
mimiislam
300 Points

Popular Questions