স্থির অবস্থা থেকে বিনা বাধায় বস্তুকে ছেড়ে দিলে চারগুণ দূরত্বে বেগের কতগুণ বৃদ্ধি পাবে?

1 Answers   6.5 K

Answered 2 years ago

স্থির অবস্থা থেকে বিনা বাধায় বস্তুকে ছেড়ে দিলে বেগ বৃদ্ধি পাবে। প্রথমে একটি বস্তু স্থির অবস্থায় থাকলে তার বেগ শুন্য হবে। তখন বস্তুটির বেগ হলো শুরুতেই শুন্য, এবং তারপর বেগ হারানোর কারণ প্রয়োজনীয় বলের অভাব এবং ঘূর্ণনীয়ভাবে প্রতিবন্ধক বলের অভাব।

এখন বস্তুটি ছেড়ে দেওয়া হলে, এর বেগ অনুবর্তী হবে। এটি নিয়মিত এবং সমান ত্বরণে চলতে থাকবে। ত্বরণ হলো বেগের পরিবর্তনের হার, এবং এর মান সমান হবে বস্তুটি ছেড়ার মুহুর্তের ত্বরণের মান দ্বিগুণ।

তাই, স্থির অবস্থা থেকে বিনা বাধায় বস্তুকে ছেড়ে দিলে চারগুণ দূরত্বে বেগের দ্বিগুণ বৃদ্ধি পাবে।

Arif Khondokar
Arif Khondokar
601 Points

Popular Questions