স্ত্রী শুধু বাপের বাড়ি যেতে চায় কয়েকদিন পর পর। না নিলে ঘরে অশান্তি করে। কী করবো?

1 Answers   14.4 K

Answered 2 years ago

আপনাদের নতুন বিয়ে হলে অন্তত ২/৩ বছর সবকিছু নিজের মতো করে গুছিয়ে নিতে, মানিয়ে নিতে সময় লাগবে। আর এই সময়গুলো আপনাদের খুবই ভাবনা-চিন্তা করে চলা উচিত ।

বাপের বাড়ি যেতে চাইলে, নিজে সাথে করে নিয়ে যান এবং নিজে সাথে করে নিয়ে আসুন। একা সেখানে যতটা পারা যায় কম সময় কাটাতে দিবেন।

কারন, বিয়ের পর এখনকার সময়ে অধিকাংশ মেয়ের সংসার ভাঙে তার নিজের পরিবারের লোকজন, বিশেষ করে মা"। মেয়ের পরিবারের, মেয়ের বিয়ের পর…মাথায় নানান ধরনের সু-বুদ্ধির আগমন হয়ে থাকে। তখন অনেক ভালো কিছু তারা লক্ষ্য করতে থাকে, যা বিয়ের আগে করতোনা-.... আর এসব হাবিজাবি বলে তারা মেয়ের সংসারী মনোভাবী হওয়া থেকে সংসার ভেঙে যাওয়ার দিকে আগ্রহী করে তোলে! যদিও বাস্তবতা অনেক কঠিন… তবে সেগুলো আমরা দ্রুত বুঝতে পারিনা। [ ব্যতিক্রম আছে,যেটা সবার জীবনে ঘটেনা ]

অবস্য আমি বলছিনা তেমন কিছু হবে। তবে আপনাকে সে বিষয়ে আগে থেকে সাবধান হতে হবে এবং সেভাবে সবকিছুর নিয়ন্ত্রণ করতে হবে।
.
এখন যদি আপনি, আপনার পৌরষ বা স্বামীর অধিকার খাটিয়ে তাকে বাসায় রাখেন বা যেতে না দেন, তাহলে সে ধীরে ধীরে আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে এবং আপনাকে আর সারাজীবনের বন্ধু হিসাবে গ্রহন করতে চাইবে না। এবং একটা সময়ে এগুলোর জন্য সাংসারিক জীবন বেদনাময় হয়ে উঠবে। আপনি তার সাথে বন্ধুর মতো আচার-আচরণ করুন। সাথে করে নিয়ে যান, সাথে করে নিয়ে আসুন। একটা সময়ে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। শুধু সে পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে যেতে হবে।

সবশেষে একটা কথা বলি- "জীবনকে আমরা যেভাবে চাই, জীবন আমাদের ঠিক তার বিপরীত দিকটা দেখায়। সবকিছু মনের মতো হবেনা, তাই সাময়িক সমস্যাগুলোকে বড় করে দেখবেন না। দাম্পত্য জীবনে যতবেশি কম্প্রোমাইজ করবেন ততবেশি ভালো থাকবেন। তবে পরিস্থিতি অনুযায়ী সব সিদ্ধান্ত নিবেন।

Monika Ahmed
monikaahmed
433 Points

Popular Questions