স্ত্রী কারো সাথে শারীরিক সম্পর্ক করছে কি না বুঝব কিভাবে?

1 Answers   6.2 K

Answered 2 years ago

এই পৃথিবীতে প্রত্যেকটা ঘটনার পিছনে একটা না একটা কারণ থাকে। অকারণে কোনও কিছু ঘটে না। আপনার স্ত্রীও নিশ্চয়ই কোনও কারণ ছাড়া অন্য কারও সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করবে না।

স্ত্রী তখনই অন্য কারও সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াবে যখন

১. আপনার সঙ্গে তার সম্পর্ক ভালো হবে না।

২. দুজনের মধ্যকার বোঝাপড়া ভালো হবে না।

৩. শারীরিক সম্পর্কে আপনার দুর্বলতা থাকলে।

৪. আপনার তার প্রতি উদাসীনতা থাকলে।

৫. শারীরিক সম্পর্ক স্থাপনের সময় তার চাহিদাকে প্রাধান্য না দিলে।

৬. আপনার পারফরম্যান্স তাকে তৃপ্ত না করলে

৭. স্ত্রীর নিজের চারিত্রিক সমস্যা থাকলে।

ধন্যবাদ।

Nadim Rayhan
nadimrayhan
486 Points

Popular Questions