স্ত্রীর ডায়বেটিস, কিন্তু স্বামীর ডায়বেটিস নেই। পরবর্তীকালে স্বামীর কত শতাংশ ডায়বেটিস হওয়ার সম্ভাবনা আছে?

1 Answers   11 K

Answered 2 years ago

সুন্দর ও গুরুত্বপূর্ণ প্রশ্ন ।অনেক ধন্যবাদ আপনাকে।

ডায়বেটিস কোন সংক্রামক রোগ নয় যে একজনের থাকলে আর একজনের হবে।সে স্বামী স্ত্রী হোক আর তার আশেপাশের মানুষ হোক আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার স্ত্রীর আছে তাই আপনার ভবিষ্যতে ডায়বেটিস হতে পারে।কোনদিনও হবে না।

তবে আপনার বাবা মার থাকলে আপনার ভবিষ্যতে হবার সম্ভাবনা আছে।এটা একটা জেনেটিক রোগ। বাবামার যে কেউ একজনের ডায়বেটিস থাকলে সন্তানের ভবিষ্যতে ডায়বেটিস হওয়ার সম্ভাবনা থাকে।

আর এখন ডায়বেটিস মহামারী আকারে দেখা দিয়েছে ডায়বেটিস নেই এমন কোন পরিবার পৃথিবীতে নেই।প্রতিটা ঘরের কারো না কারোর ডায়বেটিস আছে।

আর এটা হচ্ছে তার কারণ মানুষের খাওয়া দাওয়ার সিস্টেম ভালো না।সহজভাবে মানুষ এখন ফার্স্ট -ফুডের দিকে বেশী ঝুঁকে আছে কমবেশী সবাই।এখন ঘরের রান্নার চেয়ে রেস্টুরেন্ট এ খেতে পছন্দ করে অরগ্যানিক খাবার খায় না সহজভাবে পায়ও না

বেশীরভাগ মানুষ জমিতে সার দেয়া উৎপাদিত শশ্য শাক সব্জি ফলমুল খেয়ে থাকে

শরীর চর্চ্চা করে না মানুষ একটুতেই মুটিয়ে যাচ্ছে।এইসব কারণে এখন ঘরে ঘরে ডায়বেটিস রোগটা মহামারী আঁকার ধারণ করেছে।

Nadim
Nadim
379 Points

Popular Questions