Answered 2 years ago
স্ত্রীয়ের নামের প্রথম অক্ষর যদি মা দিয়ে শুরু হয়, তাহলে, স্ত্রী কে নাম ধরে ডাকতে তো কোনো অসুবিধে নেই। কিন্তু যদি, মায়ের নাম এবং স্ত্রীয়ের নাম একই হয়, উচ্চারণগত কোনো পার্থক্য না ই থাকে, এখানে, দুটো ব্যাপার হতে পারে।
১। মা কে তো, মা বলেই ডাকা হয়। কাজেই স্ত্রীয়ের নামের সাথে, মায়ের নাম সাদৃশ্য হলে ও, তেমন অসুবিধা সৃষ্টি হওয়ার কথা না।
অথবা,
২। যদি স্ত্রী কে নাম ধরে ডাকতে গিয়ে, মায়ের নাম বলে, নিজের মাঝে অস্বস্থি সৃষ্টি হয় এবং এই অস্বস্থির কারণটি যদি স্ত্রী ও সমর্থন করেন, তবে, তিনি সম্মতি দিলে, তাঁকে অন্য নামে, ডাকা যেতে পারে।
অনেক বাড়ীতেই এরকম করা হয়।
প্রশ্ন উঠতে পারে, স্ত্রীয়ের নাম যদি পাল্টানো যায়, স্ত্রীয়ের বদলে, মায়ের নাম পাল্টাতে অসুবিধে কোথায় ? কেন মায়ের নাম পাল্টানো যাবে না ?
এ ব্যাপারে, লিখিত নিয়ম তো কিছু নেই, পাল্টে দেয়া যেতেই পারে, মায়ের নাম,
কিন্তু, এরকম করতে, নিজের মন, সায় দেবে তো ?
এটা আমি একটা প্রচলিত রীতির কথাই বললাম।
এ ব্যাপারে যদি নিজেদের কোনো বিশেষ নিয়ম বা রীতি থেকে থাকে, সেটাই অনুসরণ যোগ্য, আমার উত্তরটি নয়। ধন্যবাদ।
abbas publisher