সৌরমন্ডলে নেপচুন গ্রহের পরে কী আছে?

1 Answers   2.3 K

Answered 2 years ago

নেপচুন গ্রহ আছে সৌরমন্ডলের ইনার সার্কেলের ভেতরে। চারটি পাথুরে গ্রহ, দুইটি গ্যাস জায়ান্ট, দুটি আইস জায়ান্ট এবং একটি এস্টেরয়েড বেল্ট নিয়ে সৌরজগতের ইনার সার্কেল গঠিত। এই ইনার সার্কেলের বাইরে আছে কুইপার বেল্ট - যে অঞ্চলের বাসিন্দা ছোট বড় অসংখ্য ভাসমান পাথর এবং কিছুটা বড় আকৃতির বামন গ্রহ। এসব বামন গ্রহের মধ্যে আছে প্লুটো, এরিস, ম্যাকিমেকি, হুমায়ে, সেডনা, জেনা - এসব। কুইপার বেল্ট ছাড়িয়ে আছে ওর্ট ক্লাউড যেখানে আছে অসংখ্য ধুমকেতু এবং উল্কা পাথরের এক বিশাল সংগ্রহ। পুরো সৌরজগতে এই ওর্ট ক্লাইড সবচেয়ে বেশি জায়গা জুড়ে ছড়িয়ে আছে - যা কম বেশি এক আলোকবর্ষ জায়গা জুড়ে বিস্তৃত।
Masrafu mortoza
masrafimortoza
336 Points

Popular Questions