সৌদি আরবে মাদ্রাসা নেই, কিন্তু বাংলাদেশে এত ঘন ঘন মাদ্রাসা কেন?

1 Answers   5.8 K

Answered 2 years ago

গ্রামের একজন বৃদ্ধ সম্প্রতি হজ্জ থেকে ফিরেছেন। গ্রামের অন্যরা তাকে জিজ্ঞাসা করছে - সৌদী আরবের লোকজন কিভাবে কথা বলে? বৃদ্ধ উত্তর দিলেন - সবকিছু আরবীতে বলে, শুধু সালাম ও আজান বাংলায় বলে।

আপনার ঠিক একই অবস্থা। আপনিও সৌদী আরবে বাংলাদেশের মতন মাদ্রাসা খুঁজছেন।

মাদ্রাসা বলতে আপনি যেটা বোঝেন, সেটা হলো - কিছু দাড়ি টুপি ওয়ালা মানুষ থাকবে। সেখানে এতিম ছেলে মেয়েরা পড়বে। মা-বাবা তার ভালো ছাত্র ছেলেটিকে ইংরেজী স্কুলে ভর্তি করে, দুর্বল ছেলেটিকে মাদ্রাসায় পড়াবে।

আসলে, আরবী (مدرسة) মাদ্রাসা কথাটির বাংলা অর্থ হলো - বিদ্যালয়। ইংরেজিতে এটাকে School বলে। আমাদের দেশে সবই বিদ্যালয়। সৌদী আরবে সবই মাদ্রাসা।

আমাদের দেশে বিদ্যালয় আছে বলেই, আলাদা ধরণের আরবী বিদ্যালয় বানানো লাগে। সৌদী আরবে সবই মাদ্রাসা। ওদের আলাদা করে মাদ্রাসা বানানো লাগে না।

আপনার প্রশ্নটি কিছুটা এমন হয়েছে - আমেরিকাতে ইংরেজী স্কুল নেই কেন? ওরে, আমেরিকার সকল স্কুলেই ইংরেজী স্কুল। ঠিক তেমন, সৌদী আরবের সকল স্কুলই মাদ্রাসা।

Suriya Sultana
suriyasultana
519 Points

Popular Questions