সেনাপ্রধান কীভাবে সরাসরি শেখ মুজিবুর রহমানের প্রশংসা করেন? চাকরিরত অবস্থায় এরকম রাজনৈতিক বক্তব্য দেয়া কতটা যুক্তিসঙ্গত?

1 Answers   1.6 K

Answered 3 years ago

দেশ-দুনিয়াতে কিছু মানুষ থাকে যারা রাজনীতির থেকে এক হাত উপড়ে অবস্থান করে। আমাদের উচিৎ না তাদের দিকে রাজনৈতিক মন্তব্য ছুড়ে মারা। তাদের নিয়া টানাটানি - ঠেলাঠেলি দুইটাই লজ্জাজনক।

যেমন ব্রিটিশ সম্রাজ্যের সর্বকনিষ্ঠ মেজর ছিলেন যিনি, যার দৃঢ়তা এবং বলিষ্ঠ নেতৃত্বে মুক্তিবাহিনী বিজয় অর্জন করেছেন তাকে নিয়ে বইয়ে আমরা ১ ডজন লাইনও পাই না! কেন পাই না? কারণ, যোদ্ধ শেষে এই মানুষটা আওয়ামীলীগের সাথে সব সময় ছিলেন না। আবার জিয়ার সাথেও ছিলেন না, উল্টো তার অপজিশনে নির্বাচন করেছেন। তাই আমরা তার বীরত্ব মানতে - জানতে দ্বিধা বোধ করি। আওয়ামীলীগ এই বীরকে প্রাপ্য সম্মান দিতে নারাজ। বিএনপিও সেই ঘাটে জল খেয়েছে।

এবার আসি শেখ মুজিবের কথায়। লোকটা ৫৫ বছরের জীবনে ৪৬৮২ টা দিন জেলে কাটিয়ে দিয়েছেন। বিভিন্ন মেয়াদে প্রায় ১৩ টা বছর একটা মানুষ জেলে থেকেছেন, ভাবা যায়! কেন থেকেছেন? কারণ, শোষকদের বিরুদ্ধে কাজ করেছেন, দেশের মানুষের পক্ষে কাজ করেছেন। তাকে তার প্রাপ্য সম্মানটা দিলে ক্ষতি কি!

ক্ষমতা হাতে পাওয়ার পর শেখ কী করেছে তা দেখার বিষয় না, এটা দেখেন যে ক্ষমতা পাওয়ার আগে সে কী করেছে। ক্ষমতা হাতে নিয়ে পরে শেখ, জিয়া, এরশাদ, খালেদা, হাসিনা প্রায়ই টুকটাক ভুল করেছে। ভুল দুনিয়ার সবাই করে, ভুল করেই একজন মানুষ প্রমাণ করে যে সে মানুষ। [রাষ্ট্রপ্রধানের ভুল মানে কোটি জনতার হায়হুতাস]

ভাষানী, শেরে বাংলা, শেখ মুজিব, উসমানী, টাইগার সিদ্দিকী, বীর উত্তম জীয়া কোনো দলের না, উনারা দেশের। যার মন চাইবে সেই তার প্রসংশা করবে।

Tusfi Tasnim
tusfitasnim
285 Points

Popular Questions