Answered 2 years ago
আপনার স্ত্রীর পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হয়েছে বলে মনে হচ্ছে। সত্ত্বর গাইনোকোলজিস্ট কে দেখান ৷ এটি একটি সাধারন সমস্যা৷ হাইজিন ঠিক রাখতে বলুন যেমন প্যাড ব্যবহার করা 'পরিস্কার ইনার পরা 'বেশী করে জল' ফল সবজী খাওয়া এবং মিলনের পর পরিচ্ছন্ন হওয়া ৷ ঔষধেই রোগ ভাল হবে ৷ আর একটি কথা ৷ মিলনের সময় স্ত্রী উত্তেজিত না হলে vaginal lubrication না হওয়ায় ব্যাথা হবে ৷
lionahmed publisher