Answered 2 years ago
এটার কোন বাংলা প্রতিশব্দ নেই। ওয়েস্টার্ন কালচারে মেয়েদের ফিগার নিয়ে সরাসরি প্রশংসা বাক্য ছুড়ে দিতে এই শব্দটা ব্যবহার করা হয়। তবে বাংলা অর্থ করলে এমন দাঁড়ায় যাকে দেখে আপনি যৌনাকর্ষন বোধ করেন। বলিউডের একচেটিয়া প্রভাবে উপমহাদেশে এই শব্দটা এক সময় স্বদর্পে বিচরন করলেও এখন হট শব্দটা এটার মার্কেট ভ্যালু কমিয়ে দিয়েছে। কেউ কেউ আবার শব্দ দুইটার মাঝখানে & ব্যবহার করে এককাঠি উপরে উঠে যায়। যদিও হট শব্দটা একই সেন্স প্রকাশ করে। মানে সেক্সুয়াললি এপেলিং। উপমহাদেশে যেহেতু নারীর ফিগার নিয়ে সরাসরি কথাবলার কোন রীতি নেই এবং সেটা অভদ্রতার শামিল তাই এখানকার সমাজ নিজে নিজে একটা অর্থ করে নিয়েছে। দীপিকা সেক্সি বলতে শুধু শরীর সম্পর্কিত ব্যপারটাই মনে করেন না তার সাথে সৌন্দর্যবৃত্তীয় অনেক কিছুই ভাবে। হয়ত তার মত অনেকে তাই ভাবে কিন্তু ডিকশনারি অন্য কথা বলে। বাংলাদেশে অনেককেই আমি জিজ্ঞাস করেছি তারা সেক্সি বলতে আসলে কি বোঝাতে চায় ? বেশির ভাগের উত্তর ছিল সেক্সি মানে সুন্দর। এই হচ্ছে অবস্থা !! সেক্সি আসল মানে করলে দাঁড়ায় তোমার শারীরিক গঠন বেশ সুন্দর এবং তোমাকে দেখলে আমার যৌন আকর্ষন বোধ হয়। সোজাবাংলায় লুচ্চামিকে ইংরেজি শব্দ দিয়ে হালাল করা আর কি। পুজিবাদি সমাজ বা কর্পোরেট ওয়ার্ল্ড এমন ব্যবসায়িক চটকদার শব্দ দিনদিন বের না করলে কিভাবে এগিয়ে যাবে !!
Rahul publisher