Answered 2 years ago
তরমুজ, পেস্তা, জাফরান, ডার্ক চকলেট, ডাবের পানি, কলা। আরো আছে- মিষ্টি কুমড়া, গাজর, রসুন, আপেল, দুধ, মধু, কফি, বিট, বাদাম, চেরী, দেশী মূরগী। আরও আছে, ডিম, মাছ, পালং শাক, খেজুর, মিষ্টি আলু, কফি, স্ট্রবারী, পেঁয়াজ।
মানুষ তাদের যৌন শক্তি লাভ করে থাকে খাবার দাবার থেকেই। সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকার পাশাপাশি দরকার স্বাস্থ্যকর যৌন জীবন। আমাদের আশেপাশে তথাকথিত হারবাল, কবিরাজ, ভেষজ নামধারী ভুয়া যৌন ডাক্তারদের অভাব নেই। দেখা যায়, সাধারণ মানুষজনই তাদের খপ্পরে বেশি পড়ে থাকে আর যৌন শক্তি আগে যতটুকু ছিল তাদের চিকিত্সা নিতে নিতে একসময় সেটাও হারাতে বসে। কাজেই পুষ্টিকর খাবার খান। ফিট থাকুন। হিট থাকুন। সুখী থাকুন।
kanijbonne publisher