সেকেন্ড হ্যান্ড মোবাইল সেট কিনতে চাইলে আপনি আমায় কী পরামর্শ দিবেন?

1 Answers   3.3 K

Answered 3 years ago

সেকেন্ড হ্যান্ড মোবাইল সেট মানুষ কেন বিক্রি করে?সেটে সমস্যা আছে বলেই তো মানুষ সেকেন্ড হ্যান্ড মোবাইল সেট বিক্রি করে।বেশিরভাগ ক্ষেত্রে এমনটিই হয়ে থাকে,দু'একটি ব্যতিক্রম ছাড়া!

আমি নিজে একদা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে ভুক্তভোগী হয়েছিলাম।কাজেই জ্বালাটা আমি ভালো করেই বুঝি।বলা যায় বড়সড় ধরা খেয়েছিলাম।তারপর থেকেই প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কখনো সেকেন্ড হ্যান্ড জিনিস কিনব না।

বিষয়টা হলো পৃথিবীর সকলেই একবার না একবার সেকেন্ড হ্যান্ড জিনিস কিনে ধরা খায়।তারপর অনুধাবন করতে পারে। আপনি যতই কাউকে বারণ করুন না কেন আপনার কথা কেউ শুনবে না।

মজার ব্যাপার হলো আপনি যে টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন,তার সাথে আর সামান্য কিছু টাকা দিলেই আপনি কিন্তু নতুন মোবাইল ফোন কিনতে পারেন।তাছাড়া বর্তমানে মোবাইল ফোনের দাম খুবই কম।সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার কোন প্রয়োজন নেই।কারণ আরেকজনের হাতের স্পর্শের মোবাইল কিংবা আরেকজনের হাতের মোবাইল যখন আপনি ব্যবহার করতে যাবেন ,তখন আপনার কাছে একটু হলেও খারাপ লাগবে ;আপনার মধ্যে এক বিচ্ছিন্ন অনুভূতি তৈরি হবে।

কাজেই প্রয়োজনে সময় নিন।টাকা জমান!তারপরও কখনো সেকেন্ড হ্যান্ড জিনিস কিনবেন না।


Dipty Khatun
diptykhatun
420 Points

Popular Questions