Answered 2 years ago
পুরুষত্ব মানে ধরে নিচ্ছি জিনা করার আকাঙ্খা।ধরে নিচ্ছি আপনি ইসলাম মানতে চেষ্টা করা মুসলিম।
প্রথমত,আপনার এমন প্রশ্ন ও পাপ থেকে আত্মনিয়ন্ত্রণের চেষ্টা সত্যিই প্রশংসনীয়।
দ্বিতীয়ত,আপনার সমস্যা ২ জায়গায়।
১.আপনি সুন্দরী নারী দেখেন অর্থাৎ চোখে মূল সমস্যা।এটার প্রতিকার হলো আপনি দেখবেন না।ধরুণ রাস্তায় হাটতে গেলে আপনার বাম দিকে সুন্দরী নারী আছে।তখন সাথে সাথে আপনি আপনার চোখ ডানে ঘুরাবেন।অর্থাৎ নারীটার সোজা উল্টোদিকে তাকাবেন।(অবশ্য বাম দিক থেকে গাড়ি আসলে সেটা খেয়াল রাখবেন।আবার গাড়িতে পড়ে যাবেন না যেন😀)।
২.আপনার পুরুষত্ব জেগে উঠে বা জিনা করতে মন চায়।এটার সৃষ্টি মনে অথবা মস্তিষ্কে।মনের এরকমচিন্তা নিয়ন্ত্রণের জন্য আপনি কয়েকটা কাজ করতে পারেন।
ক)আল্লাহর প্রতি সচেতনতা অবলম্বন করা।কুচিন্তা আসলে আপনি তখন মনে করার চেষ্টা করবেন আল্লাহ তো আপনার এমন চিন্তা জেনে যাচ্ছেন।ছি ছি কি বাজে কাজ হচ্ছে।এভাবে মনকে শাসন করা।
খ)নারীকে সম্মান করা।এটা নিজের মনেই তৈরি করতে হবে।একজন নারীতো আপনার মতো আল্লাহর সৃষ্টি,তাইনা?তাই তাকে সম্মান করা উচিত।(তবে সম্মান করতে গিয়ে তার দিকে তাকিয়ে ফেলবেন না যেন।তাকালে কুচিন্তা আবার আসতে পারে।না তাকিয়েও সম্মান করা যায়।)
গ)আপনি নিজে পবিত্র না হলে তো আপনি পবিত্র স্ত্রী পাবেন না(তবে ব্যতিক্রম ও আছে,সেটা এতই রেয়ার কেইস যে গণনার বাইরে)।আল্লাহর কথাটা দেখুনঃ সচ্চরিত্রবান লোকের জন্য সচ্চরিত্রবান স্ত্রী,দুশ্চরিত্রবানদের জন্য দুঃশ্চরিত্রা স্ত্রী।এটা নিজেকে বুঝাবেন।একজন পবিত্র নারী নিশ্চয়ই আপনি চান,তার জন্য তো আগে নিজেকে পবিত্র রাখা দরকার,তাইনা?
৩.সলাতে,সিজদাহ্তে বেশি বেশি আল্লাহর সাহায্য চাইবেন তিনি যেন এই পাপের বিরুদ্ধে জিততে আপনাকে সাহায্য করেন।নিশ্চয়ই সলাত মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে(সুরাহ আনকাবুতঃ৪৫)
আমরা সলাত বুঝে আদায় করিনা বিধায় পুরোপুরি সুফলটা পাইনা।
আশা করছি এগুলো মেনে চললে ইন শা আল্লাহ আপনি সুফল পাবেন।
asbankhan publisher