সিসি ক্যামেরার দৃশ্য মোবাইলে দেখার জন্য করনীয় বা পদ্ধতি জানতে চাই?

1 Answers   3 K

Answered 2 years ago

বাসায় অবশ্যই ওয়াই-ফাই থাকতে হবে।ওয়াই-ফাই রাউটার থেকে একটা লাইন সিসি ক্যামেরার মূল সার্ভারের সাথে সংযোগ দিতে হবে।

রাউটারের সাথে সংযোগ

সিসি ক্যামেরার মূল সার্ভারের সাথে সংযোগ।

সিসি ক্যামেরার সার্ভারের সিটিং যেতে হব।

সিটিং এ ক্লিক করার পর নিচের অপশন আসবে।

এখানে ইন্টারনেট অপশনে ক্লিক করতে হব।

সটআপ এ ক্লিক করার পর এনাবেল

DHCP এ টিক চিহ্ন দিতে হব।

P2P এ ক্লিক করলে ২টা QR কোড স্ক্যান করে (মোবাইলে) একটি সফ্টওয়ার পাবেন ওখানে লগইন করলে সিসি ক্যামেরার সবকিছু মোবাইলে দেখা যাবে।(সিসি ক্যামেরার সার্ভারর থেকে বের হবার পূর্বে অবশ্যই এপ্লাই এবং সেভ ওকে তে ক্লিক করতে হবে।

এইধরনের সফ্টওয়ার।

Alamin
Alamin
463 Points

Popular Questions