সিলেটি, নোয়াখাইল্লা ও বাংলা তিনটা কি একই পরিবারের ভাষা?
0
0
1 Answers
2.1 K
0
Answered
2 years ago
জী। বাংলা, সিলেটি, নোয়াখাইল্লা, চাটগাঁইয়া ওগুলো একি পরিবারের সিস্টার ল্যাংগুয়েজ। অনেক জনে সিলেটি, চাটগাঁইয়া, নোয়াখাইল্লা ভাষা কে বাংলার উপভাষা মনে করে থাকে ভুলবসত, কিন্তু তা একদম ই ঠিক নয়। এই ভাষা গুলি স্বয়ং সম্পুর্ন ভাষা। এদের আলাদা ব্যাকরণ, শব্দভাণ্ডার, উচ্ছারন রিতি রয়েছে। এবং সিলেটি ভাষার নিজস্ব বর্ণমালাও রয়েছে। এবং আন্তর্জাতিক বিভিন্ন বড় বড় ভাষাবিদ রা এই ভাষা গুলি কে সতন্ত্র ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
shuvokhan06 publisher