সিম হ্যাক করা কি সম্ভব?

1 Answers   14.5 K

Answered 3 years ago

আমাদের মাঝে হ্যাক করার বিষয়গুলো বেশি প্রচলন রয়েছে। যেমন ব্যাংক হ্যাক করা, ইমেইল হ্যাক করা, ফেসবুক আইডি হ্যাক করা।এবং আরো নানা বিষয়,

তবে হ্যাক করতে পারে, যারা হ্যাক করার ব্যাপারে বেশি দক্ষ।

বর্তমানে যে পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করা হয় এজন্য সিম হ্যাক করা কঠিন হয়ে পড়বে। কারণ ফিঙ্গারের মধ্যমে রেজিস্ট্রেশন করা হয়। তবে কেউ যদি সিম হ্যাক করতে চাই তাহলে প্রথমত তাকে সিম কার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে তাকে খুঁজে বের করতে হবে। তারপর তার ফিঙ্গার নিতে হবেই।তারপর ফিঙ্গার হ্যাক করতে হবে।

আর আমার প্রশ্ন হলো সিম কার নামে রেজিস্ট্রেশন করা সে জানবে কিভাবে। কারণ এই ধরণের তথ্য শুধু পুলিশ কিংবা এই ধরণের আইনজীবীদের কেই দেওয়া হয়।

আশাকরি কথা গুলি বুঝতে পেরেছেন।

আরো অননান্য তথ্য জানতে যোগাযোগ করতে পারেন


Taya Mosciski
Anower
207 Points

Popular Questions