Answered 2 years ago
সিরাজের একটা শত্রু ছিল না, অনেক ছিল। মাইসোরের হায়দার আলী ইংরেজদের বারবার হারিয়েছে, পর্যুদস্ত করেছে, তাতে ইংরেজরা কিন্তু থেমে যায় নি। আবার মারাঠা দের কাছে হেরে গিয়ে আপস করে নেওয়ার পরেও ইংরেজরা চক্রান্ত করে গেছে, সঠিক সময়ের অপেক্ষায় ঘাপটি মেরে বসে থেকেছে। কাজেই পলাশীর যুদ্ধে যদি ইংরেজরা হেরেও যেত তাতে সবকিছু আবার আগের মত হয়ে যেত এমনটা নয়। হয়ত বাংলার পায়ে পরাধীনতার শৃঙ্খল পড়তে একটু দেরি হতে। পলাশীর যুদ্ধ আসলে কোন যুদ্ধই ছিল না, ছিল একটা ষড়যন্ত্র। যুদ্ধে ক্ষয়ক্ষতি, প্রাণহানির পরিমান খুবই সামান্য ছিল, অন্তত যুদ্ধের মানদন্ড অনুযায়ীপলাশীর ষড়যন্ত্র ধরা পড়ে গেলে হয়ত মীরজাফরের সাথে সাথে প্রথম সারির ষড়যন্ত্রীদের মৃত্যুদন্ড দেওয়া হতো, কিন্তু কিছু ষড়যন্ত্রী পর্দার আড়ালে থেকে যেতই। তাঁরা ঘাপটি মেরে বসে থাকত সঠিক সময় ও সুযোগের জন্য, তলায় তলায় ইংরেজদের সাথে সাথে যোগাযোগ তাঁরা ঠিকই রাখত, হয়ত সময় বুঝে প্রত্যাঘাত হানত ইংরেজরা।
কি হত না হত বলা মুশকিল, কিন্তু এটা ঠিক, পলাশীর যুদ্ধের পড় ইংরেজদের রাজনৈতিক ও অর্থনৈতিক ভাগ্য খুলে যায়। যে বিপুল ধনরত্ন উপহারের নামে তাঁরা রীতিমত লুট করে নিয়ে যায় তাতে ইংরেজ রাজত্বের অর্থনৈতিক ভাগ্য সুনিশ্চিত হয়ে যায়।
Minarul publisher