সালাম, আগুনে পুড়ে যাওয়া ফোসকা ছিদ্র করে গলানো যাবে কি?

1 Answers   3.5 K

Answered 3 years ago

ওয়ালাইকুম আসসালাম। এই ভুল কখনোই করতে যাবেন না। আমাদের ত্বকের কয়েকটি স্তর রয়েছে, তার মধ্যে প্রথম যে দুটি স্তর সেগুলো হলো- এপিডার্মিস এবং ডার্মিস। আর ফোস্কা সাধারণত ত্বকের উপরিভাগের দুটি স্তরের প্রথম স্তর অর্থাৎ এপিডার্মিস (সম্পূর্ণভাবে) এবং পরবর্তী স্তর অর্থাৎ ডার্মিস (আংশিকভাবে) ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে। আর ফোস্কার ভিতরকার পানিগুলো সেরাম নামে পরিচিত। ক্ষতস্থানের আশেপাশের কোষগুলো হতে এই পানি নিঃসৃত হয় এবং ক্ষতকোষগুলোকে সুরক্ষা দেয়।

তাই যেকোনো ধরনের ফোস্কা-ই হোক না কেনো তা আগুন পুড়ে বা নতুন জুতা পড়ে, ভিতরকার পানি বের করা বা গলানোটা নেহাৎ বোকামি ছাড়া কিছুই না। এতে ক্ষতির উপর আরো বড় ক্ষতি। এতে করে আবার ধুলোবালি পড়ে অবস্থা আরো খারাপ হওয়ার ঝুঁকিও অনেকাংশে বেড়ে যায়।

Rasel Rana
raselrana
462 Points

Popular Questions