Answered 3 years ago
শরীরে নানা ধরনের সমস্যা হয়,মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে মানুষ।
মূল্যবোধ ও শিক্ষার বাস্তব প্রয়োগের অনীহা আকড়ে ধরে জীবনটাকে।
সর্বোপরী নিস্তেজ জীবন খুবই খারাপ।যদি কোন বিশেষ কারনে সারাদিন ঘরে কাটাতে হয় তবে ভিন্ন কথা।তবে অলসতার জন্য যদি এই অবস্থার সৃষ্টি হয় তবে জীবন খুবই ধীরে ধীরে ধ্বংস হবে।(শারীরিক ও মানসিক)
বিষয় হলো বাহিরে বাহিরে যাদের জীবন কাটে তাদেরও জীবন ধ্বংসের পথেই এগোতে থাকে তবে প্রকৃতি মানুষকে তা বুঝতে দিতে চায় না।
বদ্ধ জীবন অতি অসুন্দর।
নিজেকে প্রকৃতির মাঝে খুজে বেড়ানোর কিছু স্বভাব ও আচরণ থাকা একান্ত জরূরি হিসেবে বোধ করি।নিজের জন্যে তো অবশ্যই,সকলের জন্যই খুব দরকারি হিসেবে বিবেচনা করি।
সারাদিন ঘরের ভেতর আর এভাবেই জীবন কাটিয়ে দেয়া মোটেই ভালো কিছু না।
খুব খেয়াল করলে জানবেন ঘরে কাটানো মানুষগুলি বা বদ্ধ জায়গায় কর্ম করে খাওয়া মানুষগুলি পারসোনাল লাইফে আফসোস আর হতাশায় বেশি ভোগে,যদিও তারা নিয়মিতই এক্সপেন্সিভ পার্টি করার মতো অর্থনৈতিক সক্ষমতা ধারন করে।
জীবন ব্যালেন্সের জিনিস।কিছুক্ষন বাহিরে থাকলে কিছুক্ষন ঘরেও থাকতে হবে।তবেই ব্যালেন্স হয়।প্রকৃতি কখনো ইমব্যালেন্সড হয়না।
ashis publisher