Answered 2 years ago
একজন মানুষ ব্যক্তি জীবনে কেমন সেটা তার প্রফেশন দিয়ে কখনোই যাচাই করা যায়না।
সামরিক বাহিনী প্রফেশনাল সেক্টরে সর্বোচ্চ সম্মানের জায়গা। সুশৃঙ্খল জীবন আর মার্জিত লুক একজন মানুষকে মানুষ বানিয়ে দেয় ঠিকিই কিন্তু তার ভেতরের মানুষটা কেমন এটা আন্দাজ ও করা যায়না।
সম্প্রতি ডিবি অফিসার সাকলায়েন স্যারের কথাই বলি, উনি প্রফেশনাল ও একাডেমিক ক্যারিয়ারে অর্জনের উচ্চতর পর্যায়ের ব্যক্তি কিন্তু আজ উনার অবস্থান কোথায় শুধুমাত্র ব্যক্তি জীবনের ভুলের জন্য ?
আশার কথা এটাই যে সবাই এক নয়। যাকে জীবন সঙ্গী করতে চান তার ব্যক্তিত্ব মূল্যবোধ নৈতিকতা নিয়ে আগে ভাবুন আগে এসব জানুন তবেই কিছুটা ধারনা হবে স্বামি হিসেবে কেমন হবেন। প্রফেশন এর জায়গা তো অফিসে ,বাসায় তিনি কেমন তার পরিবারের কাছে তিনি কেমন এটা সম্পূর্ন ভিন্ন বিষয়।
আল্লাহ আপনার সহায় হোন।
Neha Khatun publisher