সাবান যদি শরীরের ময়লা পরিষ্কার করে, তাহলে স্নান করার পর যে তোয়ালে বা গামছাতে শুধু আমরা শরীর মুছি, সেগুলি নোংরা হয়ে যায় কেন?
12
0
1 Answers
14.1 K
0
Answered
2 years ago
খাবার টেবিলে একটি সাদা প্লেট চিৎ করে ২/৩ দিন রেখে দিন। তারপর তর্জনী দিয়ে ইচ্ছে মত ছবি আঁকুন। পৃথিবী ধূলোময়। নিরন্তর আনুবিক্ষণিক এই ধূলোকনা সমতলে বক্রতলে জমছে। সে কারনে আপনার ব্যবহার্য গামছা বা তোয়ালেতেও জমছে। ধন্যবাদ।
sohag360 publisher