সাবান বিভিন্ন কালার হয় কিন্তু ফেনা সাদা হয় কেন?

1 Answers   10.9 K

Answered 3 years ago

ফেনার মধ্যে যখন আলো প্রবেশ করে তখন তা ফেনার মধ্যে দিয়ে গিয়ে নানা দিকে প্রতিফলিত হতে থাকে। তাই সাবানের ফেনাকে স্বচ্ছ লাগে। আসলে আলো এত দ্রুত যায় যে তা সব রংয়েই ভেঙে যায়। কোনও বস্তুর ক্ষেত্রে এমন হলে তার রং হয় সাদা।


Mahbub Alom
mahbubalom
389 Points

Popular Questions