সাধারণ ড্রয়িং আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং-এর মধ্যে পার্থক্য কী?

1 Answers   5.6 K

Answered 3 years ago

সাধারণ ড্রয়িং এ শুধু মাত্র ছবি আঁকানো হয়। যেমনঃ শীতের সকাল, ক্রন্দনরত রমণী।

কিন্তু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর জন্য বিজ্ঞান দরকার, ফিজিক্স দরকার, ম্যাথ দরকার। যেমনঃ প্লেনের ডিজাইন প্লেন গুলোর মতো না হয়ে বাসের মতো হলে, সেটা সহজে উড়তে পারত না।


খুব সহজে একটি দৃষ্টপট ব্যাখ্যা করি।

ধরুন একটি ব্রিজের ডিজাইন করতে বলা হলে একজন সাধারণ আর্টিস্ট খুব সুন্দর কারুকার্য ব্যবহার করবেন, দারুন নকশা দাঁড় করাবেন, দেখে মনে হবে যেন ময়ুরপক্ষী।


কিন্তু এই একই ব্রিজের ডিজাইন একজন ইঞ্জিনিয়ার করতে গেলে তাকে যে বিষয় গুলো মাথায় রাখতে হবে তা হচ্ছেঃ


আগামী ৫০ বছর পরে এই রোডের ট্রাফিক কেমন হবে।

যে যানবহন গুলো চলবে তাদের weight কেমন হবে।

ব্রিজের ঢাল কেমন হবে।

৫০ বছর পর জলের উচ্চতা কেমন হবে

লম্বা ব্রিজের ক্ষেত্রে বাংকিং কোণ কত হবে।

ইত্যাদি ইত্যাদি ইত্যাদি


Kalam Biswas
Kalam Biswas
566 Points

Popular Questions