Answered 2 years ago
আগুনের পরশমনি সিনেমাটি দেখেছেন? যারা সিনেমা-টিনেমা দেখেন না, তাদের আমি জোর করব না। এই সিনেমায় আসাদুজ্জামান নূর একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন, অনেকটা একইরকম ছিল ৭১ এ বীর মুক্তিযোদ্ধা খোকার জীবন। মাকে না বলেই যুদ্ধে চলে গেছিলেন খোকা। যুদ্ধকালীন সময়ে মায়ের সাথে দেখা করতে এসেছিলেন।
মা’কে এমনকি পরিবারের অন্য কাউকে কিছু না জানিয়েই আমি যুদ্ধে গিয়েছিলাম। মেলাঘরের ট্রেনিং ক্যাম্পে মাঝে-মধ্যেই মায়ের স্নেহাস্পর্শ পাওয়ার তৃষ্ণায় হৃদয়টা হাহাকার করে উঠতো। ট্রেনিং শেষে ঢাকায় অপারেশনের ফাঁকে গোপনে একবার মায়ের সঙ্গে দেখা করতে এলাম, অবশ্যই ঝুঁকি নিয়ে রাতের বেলায়। সকালে নিজ হাতে নাশতা বানিয়ে পাশে বসে খাওয়াতে খাওয়াতে মা বললেন, ‘আর যুদ্ধে যেতে পারবে না। কারণ তোমার হাতে কোনো মানুষ খুন হোক তা আমি চাই না।’ ভাবনায় পড়ে গেলাম, মাকে কী করে ম্যানেজ করি? আমি বিনয়ের সঙ্গে বললাম, মা আমাকে যেতে হবে। আর আমরা তো যুদ্ধই করছি পাকিস্তানি দখলদারদের মেরে ভয় দেখিয়ে এদেশ থেকে বিতাড়িত করতে। তিনি যখন দেখলেন আমাকে ফেরানো যাবে না তখন বললেন, ‘আমাকে কথা দাও অন্যায়ভাবে ঠাণ্ডা মাথায় কাউকে হত্যা করতে পারবে না।’ মায়ের কথায় রাজি হয়ে আবার ফিরে যাই রণাঙ্গনে।
খোকা ও তাঁর সঙ্গীরা ঢাকা শহরে কিছু অনবদ্য গেরিলা অপারেশন চালিয়েছিলেন। ৭১ এ পাকিস্তান তখন বিশ্বকে দেখানোর চেষ্টা করছিল, ঢাকার পরিস্থিতি একেবারেই স্বাভাবিক, কোন যুদ্ধ-টুদ্ধ হচ্ছে না। সেই সময়ে ঢাকায় খোকার পরিচালনায় কয়েকটি বড় বড় বিস্ফোরণ একদিকে যেমন পাক বাহিনীর মনোবল ভেঙেছে, অন্যদিকে সারাবিশ্ব জেনে গেছে বাংলাদেশে একটা বড়সড় মুক্তিযুদ্ধ চলছে।
আমরা সংকল্প করলাম ঢাকায় বড় কয়েকটি বিস্ফোরণ ঘটিয়ে তাদের প্রচারণার অসত্যতা বিশ্ববাসীর সামনে তুলে ধরবো। ঢাকায় আসার আগে মেজর হায়দার যে ব্রিফিং দিয়েছিলেন তা যুদ্ধকালীন যথাযথভাবে মেনে চলেছি। একক সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীদের সঙ্গে আলোচনা-পর্যালোচনা করে অগ্রসর হয়েছি। তাই আমাদের সবগুলো অভিযানই সফলতা পেয়েছিল। গেরিলা যুদ্ধের রণকৌশল মেনে চলেছি, যেমন হিট অ্যান্ড রান, জনগণের মধ্যে থেকে যুদ্ধ করা, শত্রুপক্ষকে সবসময়ই অস্থির রাখা, সাফল্য নিয়ে বেশি উৎফুল্ল না হওয়া, নিজেদের নিরাপত্তার কথা স্মরণে রাখা, যুদ্ধে নিজেরা যতোটা সম্ভব কম ক্ষতিগ্রস্ত হওয়া, শত্রুর ব্যাপক ক্ষতিসাধন করা, প্রমাণাদি একেবারেই সঙ্গে না রাখা, ইত্যাদি। এমন সব জায়গায় আমরা সফল অপারেশন করেছি যে, আজো ভাবলে শরীর শিহরে ওঠে।
mohabbat publisher