Answered 2 years ago
প্রশ্নঃ সাজেক ভ্যালি কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ সাজেক ভ্যালিতে যেতে হলে খাগড়াছড়ি জেলায় আসতে হয়। সেখান থেকে সাজেকে যেতে হয়। এই কারনে অনেকেই ভাবতে ভুল করেন এটি বোধ হয় খাগড়াছড়ি জেলায় অবস্থিত।
কিন্তু না, এটি আসলে রাঙামাটি জেলায় অবস্থিত। রাঙামাটি জেলার অন্তর্গত বাঘাইছরি উপজেলার একটি ইউনিয়ন হচ্ছে সাজেক। সাজেক ভ্যালিটি মূলত এখানেই অবস্থিত। এটি বর্তমান সময়ের একটি আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে পরিচিতি পেয়েছে দেশি-বিদেশি পর্যটকদের কাছে।
সাজেকের মোট আয়তন ৭০২ বর্গমাইল এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ১৮০০ ফুট। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিনে রাঙামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম এবং পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা। রাঙামাটির তুলনায় দীঘিনালা থেকে সাজেক যাতায়াত অনেক সহজ। খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব ৭০ কিলোমিটার আর দীঘিনালা থেকে ৪০ কিলোমিটার। বিস্তারিত জানুন সাজেক ভ্যালি সম্পর্কে।
fardinashik publisher