সাগর-রুনি মামলার সাগর ও রুনি কে?

1 Answers   12.6 K

Answered 2 years ago

গোলাম মুস্তফা সারোয়ার (সাগর) ও মেহেরুন নাহার রুনি দুইজন স্বামী-স্ত্রী। তারা দুইজনই সাংবাদিক ছিল। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি এই প্রখ্যাত সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের পেশাগত দৃঢ় কর্মকাণ্ডের কারণে ঢাকায় নিজ বাসভবনে অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক উভয়েই ছুরিকাঘাতে নিহত হন। সাংবাদিক দম্পতি সাগর-রুনি ও মেঘ। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজারবাজারে তাদের ভাড়া করা বাসায় দুর্বৃত্ত কর্তৃক উভয়েই ছুরিকাঘাতে নিহত হন। তাদের একমাত্র ছেলের নাম মাহির সারোয়ার মেঘ । সাগর সারোয়ার মাছরাঙা টেলিভিশন, এবং পূর্বে ডয়চে ভেলে,ইত্তেফাক, যুগান্তর, এবং সংবাদে কাজ করেছেন।পরিবেশ ও শক্তি বিষয়ক সংবাদ গ্রহণের জন্য তিনি পরিচিতি লাভ করেন। মেহেরুন রুনি এটিএন বাংলা এবং এর পূর্বে চ্যানেল আই,সংবাদ ও যুগান্তরে কাজ করেছেন। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে মোট ৭৫ বার পেছাল এ মামলার প্রতিবেদন দাখিল।
Mst Salma Khatun
mstsalmakhatun
408 Points

Popular Questions