সাইবার সুরক্ষায় ইসরাইলের চেয়ে এগিয়ে বাংলাদেশ কিন্তু কেন?

1 Answers   7.4 K

Answered 3 years ago

জরিপ সবসময় সত্যি বলে না। জরিপ কতটুকু সত্য তা নিয়েও জরিপ করা উচিত বাস্তবতা হচ্ছে যে দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হতে পারে সেদেশের আর যাই হোক অন্তত সাইবার সুরক্ষা পর্যাপ্ত নেই। এদেশের কিছু হ্যাকার গোষ্ঠী মাঝেমধ্যে ইন্ডিয়ান-মিয়ানমারের দুর্বল সাইট হ্যাক করে সোর্স কোড ওপেন করে দেয় এবং এসব দেখে কিছু মানুষ আত্মতুষ্টিতে ভোগে। তারা নিজেদের সাইবার শক্তিতে অপ্রতিরোধ্য মনে করে। অথচ রিজার্ভ চুরির ঘটনা আঙ্গুল তুলে দেখিয়ে দেয় যে এদেশের সাইবার স্পেসের নিরাপত্তা কতটুকু।
Sopner Sathi
sopnilsopno24
125 Points

Popular Questions