সাইবার নিরাপত্তার কাজ কী?

1 Answers   9.1 K

Answered 3 years ago

সাইবার নিরাপত্তা বলতে ইন্টারনেট নিরাপত্তা বোঝায়। যখনই আপনি ইন্টারনেট ব্যবহার করেন, আপনার গুরুত্বপূর্ণ ডেটা ডিভাইস এবং নেটওয়ার্ক এই সবের সাথে সংযুক্ত থাকে। ইন্টারনেট ব্যবহার করার সময় ডেটা চুরির ঝুঁকি থাকে।

আপনার ডেটার অপব্যবহারের ঝুঁকিও স্থির থাকে। এমন পরিস্থিতিতে সাইবার নিরাপত্তা খুবই সহায়ক প্রমাণিত হয়। এতে, অনেক নিরাপত্তা নীতি তৈরি করা হয় যার দ্বারা আপনার ডিভাইসের নিরাপত্তা বা নিরাপত্তা জোরদার করা হয়।

সাইবার সিকিউরিটির মাধ্যমে ইন্টারনেটে ভুল কার্যকলাপ রোধ করা হয় এবং ব্যবহারকারীর তথ্য নিরাপদ রাখা হয়।


Lion Ahmed
lionahmed098
140 Points

Popular Questions