সর্পবাধক আর কালসর্প দোষ কি একই?

1 Answers   6.2 K

Answered 2 years ago

তরলটি বাষ্প হয়ে যাবে কারণ লোহার বস্তু মানে বাইরের সাথে এটি তাপ আদান প্রদানে সক্ষম। যদি উচ্চ তাপ প্রয়োগ না কমান তাহলে লোহার বস্তুটা লোহার গলনাঙ্কো তে আসার আগে ফুলে যাবে। কারণ বস্তুর ভিতরের তাপমাত্রা বাইরের তুলনায় ১০০°C বেশি হবে । যার জন্যে বস্তুর ভিতরের দেওয়াল তার বাইরের তুলনায় ক্ষয় আগে হবে, দেওয়াল টা পাতলা হতে থাকবে ও অল্প অল্প ফুলতে থাকবে। আর যদি তাপ প্রবাহ বন্ধ করে দেন তাহলে বস্তুর তাপমাত্রা জলের স্ফুটনাঙ্কের নিচে আসলেই বাষ্পটা পুনরায় জলে পরিবর্তিত হয়ে যাবে।
Neha Khatun
Neha Khatun
559 Points

Popular Questions