সময়ের সাথে সাথে কি মোবাইলে বা ক্যামেরায় তোলা ছবির গুণমান কম হতে থাকে?

1 Answers   6.2 K

Answered 3 years ago

শুধু মোবাইল ক্যামেরা কেন, সময়ের সাথে যেকোনো জিনিস এর ই গুণমান কমে যায়।

এবার আসা যাক ক্যামেরার কথায়। প্রথমে বলি হার্ডওয়ার এর ব্যাপারে,

দেখুন ক্যামেরার লেন্স একটা গুরুত্বপূর্ণ অংশ, আর মোবাইলের ক্যামেরার লেন্স একেবারে বাইরের দিকে থাকে এবং ঢাকা বিহীন ভাবে থাকে, এখন রোজকার ব্যাবহারে এই লেন্স এর ওপর ধুলো বালি , ডাস্ট, ঘাম ,জল কিছুই বাকি থাকেনা পড়তে। তাহলে স্বাভাবিক ভাবেই স্ক্র্যাচ এসে যায়, ফলে ছবি খারাপ উঠে। এছাড়া সুক্ষ ধুলি কণা ফোনে এর ভিতরে ঢুকে যায়, আমরা চাইলেও আটকাতে পারিনা। এই ধূলিকণা গুলো সেন্সর কিম্বা পিসিবি কে নষ্ট করে দেয় দিনের পর দিন জমা হয়ে হয়ে।

আর এখনকার দিনে বেশির ভাগই নন রেমুভাবল তাই চাইলেও আমরা ফোন খুলে পরিষ্কার করতে পারি না।

এবার আসা যাক সফ্ট ওয়ারের কথায়,

হার্ডওয়ার যদি বডি হয় সফটওয়ার তবে প্রাণ। দুটোর সমন্বয় একান্ত প্রয়জন।

দেখুন দিনের দিন নতুন সফটওয্যার বাজারে আসছে। তাই বাধ্য হয়েই ফোন কোম্পানি গুলিকে আপডেট দিতে হয়। আর এখানেই তৈরি হয় সমস্যা। সফটওয়ার নির্মাতারা সফটওয়ার তৈরি করে কারেন্ট জেনারেশন এর চিপসেট এর কথা মাথায় রেখে। আর আপনার ফোনটা পুরানো চিপ সেট এর। এখন যদি আপনি নতুন সফটওয়ার ইনস্টল করেন, অনেক ক্ষেত্রেই ফোনের পারফরম্যান্স এর ওপর প্রভাব পড়ে। এবং এর সবথেকে বেশি প্রভাব দেখা যায় ফোনের ব্যাটারি এবং ক্যামেরার ওপর। অনেক সময় এই সমস্যা গুলি ঠিক করে দেয়। কিন্তু সব সময় সম্পূর্ণ সমাধান হয়না।

Farhan
farhanreza
271 Points

Popular Questions