সমমনা (same minded people) মানুষ খুঁজে পাওয়ার কি কোনো উপায় আছে?

1 Answers   1.5 K

Answered 2 years ago

বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সহজেই পাবেন। তবে আপনি যদি ইন্ট্রোভার্ট হন বা নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করেন, তাহলে বিষয়টা আলাদা। কারণ আপনার সমমনা মাসুষটিও হয়ত নিজেকে লুকিয়ে রেখেছে।


যাই হোক, বর্তমানে ফেসবুকে এমন টপিক খুব কমই আছে যে বিষয়ে কোন গ্রুপ নাই। সেসব গ্রুপে এড হতে পারেন। পোস্টগুলো নিরবে ফলো করতে পারেন। সেখান থেকেই হয়ত আপনার সমমনা মানুষ খুজে পেতে পারেন। কোরার ক্ষেত্রেও একই বক্তব্য।


তবে একটি কথা (এটা আমার ব্যাক্তিগত মতামত)


আজকের সমাজে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, মানুষ তার চেহারার উপর একটু মুখোশ পরে চলাফেরা করে। আসল চেহারা লুকিয়ে, অন্য সাজে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করে। আপনি একজনকে একরকম দেখছেন, বাস্তবে মানুষটা হয়ত সম্পূর্ন আলাদা। তাই মানুষ বাছাই করা আজকের সমাজে খুবই কঠিন। বুজেশুনে সিদ্ধান্ত নিবেন।


শুভকামনা আপনার জন্য।


Bijoy ahmed
Bijoy
311 Points

Popular Questions