Answered 2 years ago
সুবিধা অসুবিধা সব কিছু নিরভর করে মানুষের লাইফ স্টাইল, লিভিং স্টাইলের উপর। আমার বাবার বয়স যখন ৩০ তখন তিনি বিবাহ করেন, আমার মায়ের বয়স ছিল ১৪। তারা ৩৫ বছর সংসার করেছেন, আমার মা র মৃত্যু পর্যন্ত ৩৫ বছর। গত ১৫ বছর ধরে তিনি সিংগেল আছেন। এখানে তাদের বিবাহিত জিবনের ভিত্তি ছিল একজনের প্রতি আরেক জনের যত্ন, শ্রদ্ধা বিশ্বাস। আমি বিয়ে করেছি ২২ বছর বয়সে আমার স্ত্রীর বয়স ছিল ১৫ বছর ৭ বছরের বয়সের পার্থক্য। আমাদের বিবাহিত জীবন প্রায় ৩০ বছর। বেকার ছিলাম যখন বিয়ে করি, যখন বাবা হই তখনো বেকার, বিবাহিত জিবনের ৭ বছরের মাথায় চাকুরি হয়। বুঝতেই পারছেন স্ট্রাগলের দিন গুলি কতটা কষ্টের ছিল।
যে যেই বয়সেই বিয়ে করেন না কেন যদি যত্ন, শ্রদ্ধা আর বিশ্বাসের অভাব থাকে তাহলে ব্যারথতা কেউ আটকে রাখতে পারবে না।
Jamal Ahsan publisher