সমতল দর্পণে কি সদবিম্ব গঠিত হওয়া সম্ভব ?

1 Answers   2.6 K

Answered 2 years ago

প্রথমেই জানি প্রতিবিম্ব কী? কোন বিন্দু থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোন বিন্দুতে মিলিত হয় বা অন্য কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। প্রতিবিম্ব দু'রকমের সদবিম্ব ও অসদবিম্ব। সমতল দর্পণ এর অর্থ আমরা সবাই জানি। এবার আসি সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব এর বৈশিষ্ট্য সম্পর্কে.......

1. দর্পণ থেকে বস্তুটির লম্ব দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্ব এর লম্ব দূরত্বের সমান অর্থাৎ দর্পণ থেকে বস্তু ও প্রতিবিম্ব সমান দূরত্বে অবস্থান করে। ছবি - 1 দেখুন , A বস্তুর প্রতিবিম্ব A' । এখানে OA= OA' ।

প্রমাণ করলাম না কারণ মশা মারতে কামান ব্যবহার বুদ্ধিমানের কাজ নয়।

2. বস্তু ও তার প্রতিবিম্বের সংযোজক সরলরেখা দর্পণকে লম্বভাবে ছেদ করে। ছবি - 1 দেখুন, এখানে AA', দর্পণ M1M2 এর সঙ্গে লম্ব।

3. সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব অসদবিম্ব।
কোন বিন্দু থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোন বিন্দু থেকে অবসৃত হচ্ছে বলে মনে হয় তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অসদবিম্ব বলে। অসদবিম্বকে শুধু চোখে দেখা যায় কিন্তু তাকে পর্দায় ফেলা যায় না। যেমন- পুকুরের জলে পুকুরপাড়ের গাছের প্রতিবিম্ব অসদবিম্ব।
ছবি-2 দেখুন.... যখন আমরা দেখছি তখন মনে হচ্ছে আলোক রশ্মি A' বিন্দু থেকে অপসৃত হচ্ছে।

[তবে সমতল দর্পণের সাহায্যে কোন বস্তুর সদপ্রতিবিম্বও তৈরি করা যায়। সে ক্ষেত্রে বস্তুটিকে অসৎ বস্তু বলা হয়। নিচের ছবিটি দেখুন.... ছবি-3।]

4.সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান। সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব যে বস্তু থেকে উৎপন্ন হয় সেই বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার সব সময় সমান হয়, কখনোই বস্তু থেকে ছোট-বড় হয় না।

5. প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে অর্থাৎ বাম দিকটা ডানদিক এবং ডান দিক বাম দিক বলে মনে হয়। আমরা যখন আয়নাতে নিজেদেরকে দেখি তখন এটা পরিষ্কারভাবে লক্ষ্য করা যায়। ছবি - 4 দেখুন।

ছবি - 4

6. সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব সমশীর্ষ হয় অর্থাৎ কখনও উল্টো মনে হয় না।

7. কোন বস্তু যে বেগে দর্পণের দিকে এগিয়ে আসে তবে সেই বস্তুর সাপেক্ষে প্রতিবিম্ব তার দ্বিগুন বেগে দর্পণের দিকে এগিয়ে আসবে।

8. আপতিত রশ্মির দিক পরিবর্তন না করে কোন দর্পণকে যে কোণে ঘোরানো হবে প্রতিফলিত রশ্মি তার দ্বিগুণ কোণে ঘুরে যাবে।

এই হল মোটামুটি ভাবে সমতল দর্পণের সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য।

Rani
rani
369 Points

Popular Questions