সবাই বলে নিজেকে ভালোবাসুন কিন্তু নিজেকে ভালোবাসবো কিভাবে?

1 Answers   5.8 K

Answered 2 years ago

ছোটবেলায় আমার চুল সোজা ছিল। একেবারে কানাডার হাইওয়ের মতো সোজা! তখন আমার সোজা চুল ভালো লাগত। "সোজা চুল সহজে আঁচড়ানো যায়।"

বড় হবার পর আমার চুল অনেকটাই কুকড়ে গেছে। সারাদিন আঁচড়ালেও চুল ঠিক থাকে না, অগোছালো হয়ে যায়। মহা ঝামেলা! দেখতেও ভালো না। এখন আমি নতুন উপায় বের করেছি। মহানবি (স.) এর চুলও পুরোপুরি সজা ছিল না, হালকা কোকড়া ছিল। এখন আমি কোকড়া চুল ভালোবাসি।

মূলকথা হলো, ভালো-খারাপ যেমনই হোক, আমি আমার চুলকে ভালোবাসি। আমি নিজেকে ভালোবাসি।

আমার চেহারা খুব একটা মধুবর্ষী না। আমি কালো। আমার দাদার বাড়ি, নানার বাড়ির প্রায় সবাই ফর্সা। তাই সবাই আমাকে ফেসওয়াশ লাগাতে বলে, ত্বক ফর্সাকারী ক্রিম মাখতে বলে। কিন্তু আমি এসবের ধার ধারি না। ''আমি যেমন আছি, তেমনই সুন্দর।"— এই কথাটা আমি নিজেকে বিশ্বাস করিয়ে ফেলেছি। একটা মিথ্যাকে বারবার বললে ওই মিথ্যাটাকেই সত্য বলে মনে হয়, অনেকটা হিপ্নোটাইজ করার মতো। আর আমি নিজেকে প্রতিমুহূর্তেই হিপ্নোটাইজ করি।

আমি খুবই বোকা, আদব কায়দা কিছুই বুঝি না। তাই নিজেই নিজেকে বলে সান্ত্বনা দেই- "আমি বেক্কল, কিন্তু লোক হিসেবে তো খারাপ না।"

আমি যেমন, তেমনভাবেই নিজেকে মেনে নিয়েছি। এই বিষয়টিকেই বলা হয়, "নিজেকে ভালোবাসা।"

তবে "লোক হিসেবে খারাপ না" — এই কথাটা নিজের ক্ষেত্রে মোটামুটি সত্য হওয়া উচিত। নয়তো নিজেকে ভালোবাসা সম্ভব নয়। নিজে সৎ হলে লোকের কথা খুব একটা গায়ে মাখার প্রয়োজন পড়ে না। "তোমরা যা-ই বলো, আমি গ্রাহ্য করি না।"— এই মানসিকতার উৎস হলো সততা।

'সততা' আর 'নিজেকে মেনে নেওয়া' — এই দুটোই নিজের প্রতি ভালোবাসার টোটকা। আর কিছুই না।

ধন্যবাদ। শুভেচ্ছা!

Niloy Rana
niloyrana
460 Points

Popular Questions