সবচেয়ে ভালো নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা কেমনভাবে পড়াশুনা করে থাকে?

1 Answers   6.4 K

Answered 3 years ago

আইআইটিতে আকাশ ভরৎদ্বাজ নামে আমার এক বন্ধু আছে। সে তার প্রথম সেমিস্টারে সিজিপিএ ১০ এর মধ্যে ১০ পায় এবং পরের সেমিস্টারে ৯.৫ এর বেশি পায়। তাই তাকে আমি এই প্রশ্নটি করলাম।


সে বলল, "আমি নিজেকে বুদ্ধিমান মনে করি না। আমি এভারেজের নিচে কিন্তু জেইই প্রস্তুতির সময় থেকে একটি বিষয় জানি: যদিও একটি বিষয় আমি আজকে না বুঝি, তবুও আমি বার বার চর্চা করে যাব যাতে আগামীকাল কেউ এই বিষয়ে আমার চেয়ে বেশি দক্ষ না হয়। "


Afia Islam
afiaislam
356 Points

Popular Questions