সবচেয়ে অস্বাভাবিক কোন পার্টিতে আপনি কখনও গিয়েছেন?

1 Answers   9.6 K

Answered 3 years ago

অফিসের কাজে একবার লাইবেরিয়া (পশ্চিম আফ্রিকার একটি দেশ) গিয়েছিলাম। তো
ৌঁছানোর পরের দিন ওদের অফিসে গেলাম আমার অ্যাসাইন্টমেন্ট শুরু করতে। গিয়েই অফিসে একটা আমুদে ভাব লক্ষ্য করলাম। জানা গেল, আজ অফিসের বসের জন্মদিন, সন্ধ্যায় এক হোটেলে সবার নিমন্ত্রন। বস নিজে এসে যার যার ডেস্কে দাওয়াত দিয়ে যাচ্ছেন। আমার ডেস্কে এসে আমার সাথে পরিচিত হলেন এবং সুন্দর করে দাওয়াত ও দিলেন। আমি তো ভাবছি, বাহ বাহ আসতে না আসতেই জম্পেস খানা! যাহোক অফিস শেষে সবাই রেডি হল যাওয়ার জন্য, আমার মনে অন্যরকম আনন্দ। অফিসের গাড়ী, অনেকের নিজের গাড়ীতে করে সবাই নির্ধারিত হোটেলে গেলাম। একসাথে বসলাম। ওয়েটার আসলো। বস ওয়েটারকে বললেন মেনু নিয়ে একেক করে সবার কাছে গিয়ে যার যার রুচিমত খাবার এর অর্ডার নিতে। বাহ বেশ ভাল তো, যে যার মত খাবে, কোন বাধা ধরা নেই। মজাই আলাদা। কিন্তু মুশকিল হল আমি তো নতুন কোন খাবার টা ভাল হবে তা কেম্নে বুঝবো। যাহোক, ভাগ্যক্রমে একটু দূরে বসাতে আমার সিরিয়াল পরে। তাই খেয়াল করছিলাম কে কি অর্ডার দিচ্ছে। একসময় মেনু আমার কাছে আসলো। বেশ ভাব ধরে একটু বেশী দাম দেখে অর্ডার করলাম। কিছুক্ষন গল্পসল্প করার পর খাবার এলো। মজা করে খেলাম। শেষের দিকে বস জিজ্ঞাসা করলেন আর কেউ কিছু নিবে কিনা। দুই একজন ড্রিঙ্কস নিল। আমি আর কিছু নিলাম না। এবার বিলের পালা। বিল আসলো বসের কাছে। বস দেখল, দেখে পাশের জন কে দিল। পাশের জন দেখল এবং আমাকে অবাক করে দিয়ে পাশের জন পকেট থেকে ডলার (লাইবেরিয়ায় আমেরিকান ডলার চলে) বের করে বিলের ফাইলে রেখে পাশের জনকে দিল। উনি একই কাজ করে পাশের জনকে দিলেন আর এভাবে চলতে থাকল। আমি অবাক হয়ে দেখছি। পাশের জন কে জিজ্ঞাসা করলাম। কি হচ্ছে, ওনারা কি করছেন? সে বললো যার যার বিল সে সে শোধ করছে!!! আমি তো হতবাক!! এত্ত সুন্দর করে দাওয়াত দিয়ে এনে এই অবস্থা?? তাড়াতাড়ি পকেটে হাত দিয়ে দেখলাম ডলার এনেছি কিনা। ভাগ্যক্রমে ১০০ ডলার ছিল। ওটা দিয়েই কোনক্রমে পার পেলাম। যদিও আমার খাবারের দাম আরো বেশী ছিল। কিন্তু মনে হয় বাকীটা বস দিয়ে দিয়েছিল

Rafi Ialam
rafiaslam
124 Points

Popular Questions