সবচেয়ে ভালো এবং বিশ্বাসযোগ্য অনলাইন রোজগারের ইউটিউব চ্যানেল কোনটি যেখানে ঘরে বসেই রোজগারের উপায় বলা হয়?

1 Answers   2.2 K

Answered 2 years ago

কঠিন উত্তর:

তুমি সকালবেলা ৭টার সময় ঘুম থেকে উঠবে, তারপর একটা সাদা কাগজে লিখবে তুমি কোন বিষয়ের ওপর ভিডিও বানাতে চাও, কোন বিষয়ে তোমার পারদর্শিতা আছে।

তারপরে তুমি উত্তর খুঁজবে যে এই বিষয়টি সম্পর্কে মানুষ কী জানতে চাইতে পারেন; এরপর তোমাকে খুঁজে বার করতে হবে যে তুমি সহজ ভাবে কীকরে সেটা মানুষের কাছে পৌঁছাতে পারবে।
এবার এইটা মাথায় রেখে তুমি একটা স্ক্রিপ্ট লিখবে, তারপর সেটাকে ৪০ বার কাটাছেঁড়া করবে কারণ লেখায় যেটা পড়তে ভালো লাগে সেটা, অনেক সময়ে, কানে শুনতে ভালো লাগে না, কারণ আমাদের লেখার ভাষায় আর বলার ভাষায় তারতম্য আছে।

তারপর তুমি যা যা লিখেছো সেটা ঠিক কিনা দেখতে fact check করবে, তারপর একটা ক্যামেরা জোগাড় করবে, সেখানে তোমাকে মোটামুটি বুঝতে হবে কী setting রাখবে, কী আলো লাগবে।

তারপর তুমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্ক্রিপ্টটা বলতে শুরু করবে, একটা লাইন বলতে ১০ বার ভুল হবে, যত সময় যাবে এই সংখ্যাটা কমবে বটে কিন্তু ভুল থাকবেই।

ভিডিও রেকর্ড করা হলে সেটা নিয়ে তুমি computer-এ বসবে, edit করবে, যেটা অন্তত ৩ ঘন্টার একটা যজ্ঞ।

এরপর তোমাকে বানাতে হবে thumbnail, যেটা দেখে দর্শক তোমার কাজটা দেখতে আসবে। তারপরে যদি ১০ হাজার মানুষের তোমার কাজ পছন্দ হয়, তাহলে ইউটিউব তোমাকে কিছু কাঞ্চনমূল্য দেবে।

সোজা উত্তরটা বড্ড সোজা, কঠিন উত্তরটা বেশ কঠিন।

Rocky Khan
Rocky Khan
547 Points

Popular Questions