সবচেয়ে কল টু কল এনক্রিপ্টেড কোন অ্যাপস?

1 Answers   14.2 K

Answered 3 years ago

প্রথমত : কল টু কল বলতে কোনো ইনক্রিপশন সিস্টেম নেই।


সাধারণভাবে যেসব অনলাইন ম্যাসেঞ্জার সিস্টেম আছে যেমন What's up, Telegram, Signal ইত্যাদি End to end (E2E) encryption system ব্যাবহার করে।


এটির মাধ্যমে দুটি অথরাইজেশন কি (authorisation key) থাকে, যার একটি পাবলিক এবং একটি প্রাইভেট। এই দুটো কি (key) ব্যাবহার করে encrypted message, photos, videos etc transfer করার পর decreept করা হয় যার কারণে তাদের ইনফরমেশন গুলো নিরাপদ ভাবে একে অন্যের কাছে পৌঁছানো যায় এবং এতে থার্ড পার্টির কোন এক্সেস থাকে না। এমনকি ওই সফটওয়্যার এর মালিক পর্যন্ত জানতে পারে না তাদের মধ্যে কি কথা হচ্ছে।


কিন্তু এখানে একটি মজার বিষয় আছে। what's up দাবি করে তারা end of end encryption system ব্যবহার করে অর্থাৎ তারা কাস্টমারদের মেসেজগুলো দেখতে পারে না। কিন্তু আপনি তাদের গাইডলাইন এর বিরুদ্ধে যায় এমন ম্যাসেজ বা ফটো পাঠালে তাদের বট (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) সেটি ডিটেক্ট করতে পারে। এখানে বলা যায় মার্ক জাকারবার্গ বাটপারি করছে। সেই তুলনায় telegram and Signal কিছুটা সুরক্ষিত। Telegram এর কোড modify করেই মুলত signal software তৈরি।


বর্তমানে আমার চোখে সবথেকে সুরক্ষিত ম্যাসেজিং এর জন্য সফটওয়্যার হলো Threema app. এটি ভালো লাগার মুল কারণ হলো এটি একটি Open source messaging software অর্থাৎ যে কেও এটির কোড দেখতে পারবে যার কারণে এটির সিকিউরিটি বহুগুণ বেরে যায়।


Software download link : Threema - Apps on Google Play


Abu Jahid
abujahid
359 Points

Popular Questions